নামাজির ভুল,
জাহাঙ্গীর আলম।

বেনামাজির সঙ্গ ছাড়।
পাপের স্বর্গ নাহি গড়।
পড়বি চাপা পাপের পাহাড়ে
(Agunu)অগ্নু তাপে জ্বলবে আগুনে।
পাবেনা নিস্তার দোজাহানে।

আয় নামাজি নামাজ পড়,
নিখুঁত ভাবে ওযু কর।
একটু ভুলেই বিফল হবি।
আগে পিছে সব হারাবি।

আখেরাতে খোদার কাছে,
মুখ দেখাবি কেমনে হাশরে।
দাড়ায়ে মাথা রবে নিচু,
জবাব তোমার থাকবেনা
কিছু।

নিজের ভুলে হইলে পাপি,
বন্ধ বেহেস্ত,দোজখে জাবি।
আয় নামাজি নামাজ পড়।
ভাল ভাবে ওযু কর।
হৃদয় আরশে মসজিদ গড়।
বেনামাজির সঙ্গ ছাড়।

কবিতার:নাম নামাজির ভুল,
জাহাঙ্গীর আলম।
তারিখ:২৬/০৫/২০২০ইং,
রোজ মঙ্গলবার,
সময়,দুপর.১-টা.