নক্ষত্রের পতন
জাহাঙ্গীর আলম
তারিখ২৭/০৩/২০২৩ইং,
রোজ:সোমবার
কবিতা নং ২৩৮
--------------------
দুর আকাশের কোল ছিন্ন করে
খসে পড়ে হঠাৎ
উজ্জ্বল নক্ষত্র।
একে একে নীল ঘন
আকাশের বুক
শুন্য করে।
ধেয়ে আসে হতবিহ্বল
শোক স্তব্ধ করে
প্রাণ হীন নিরব ঝরাপাতা।
কবিতার অক্ষর গুলো
স্তব্ধ কন্ঠহীন
গড়াগড়ি খায় লাল কাদামক্ত
মাটির সুদীর্ঘ ধুলো কনায়।
চারিদিক অবসন্ন
যখন রাত্রি বাড়ে
সাল আর গজারি বনের
পথে পথে বেদনার ঢল
বিষণ্ণ নির্জন অন্ধকারে।
তোমার সকল সাহিত্য
আজ দিশাহীন
ভীষণ বিষাদে
পড়ে ঘুমায় সন্যাসীর
অচল শ্নাশানে।
তীব্র শীতের সন্ধ্যায়
জোনাকির আলো বিলিন
পদচিহ্ন হীন তোমার
বিষণ্ণ বাংলোয়।
কেউ জাগাবেনা আর
কোনদিন আবছা অবস ভোরে
ডাকবেনা কেউ তোমারে
সহস্র কোলাহল ভুলে ।
কাঠ পাথরে বন্ধি
শুয়ে আছে জ্যোৎস্নাহীন চাঁদ
থেমেগেছে চিরতরে
নিশ্চুপ হুমায়ুন আহম্মেদ।