যেখানে যাই,নাই নাই,
চারিদিকে শুনতে পাই,
ভাত নাই,কাপড় নাই
কথা বলার মানুষ নাই,
সমাধানের,পথ নাই,
যেখানে যাই, নাই নাই,
বিবেক নাই,ভাবুক নাই
ভবিষ্যৎ এর ভাবনা নাই,
গুনিজনের কদর নাই,
আদব নাই শ্রদ্ধা নাই,
যেখানে যাই,নাই নাই,
রাতের পরে ভোর নাই,
সকাল বেলা সুর্য নাই,
দিনের পরে রাত নাই,
আকাঁশে চাঁদ নাই,
পুর্নিমার জ্যোৎস্না নাই।
যেখানে যাই,নাই নাই,
চারিদিকে আওয়াজ পাই,
এমন মাঘ এ শীত নাই।
আকাশ জুড়ে মেঘ নাই,
গ্রীস্মের তাপ নাই
বাদল দিনে বৃষ্টি নাই।
যেখানে যাই,নাই নাই,
আর কত সুনবো নাই
শ্যামল শিশির সৌরভ নাই,
বিবেক বুদ্ধির মানুষ চাই।