কাঁপছে এখন মানুষ গুলো
অত্যাচারে বন্যায়
জোরযার মুল্লুক তার
আমাদের মহল্লায়।

মগেরা চলেগেছে সেই কবে,
এরা নাকি এখন
মগের নব্য মায়ের পুত্র।
যোগ বিয়োগ তারা বানায়
বর্বরতার আগুন জ্বালায়
খুজে অনিষ্টতার সুত্র।

ছেড়ে দেয় গরু ফসলের মাঠে
কোথাকার গাভী জানেনা বনিক
দুধ জানে তার।
দু মিনিটে দেয় পাকা ধানে মই।
মই তো নয় রক্তে ফুটে
অনিষ্টতার খই।
ফসলের মাঠ শস্য গোডাউন
ব্যবসা বাণিজ্য স্বর্ন ডলার
তাদের নিয়ন্ত্রণে।

আবর বনিকেরা চলেগেছে
সেই
বহুকাল আগে
ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নাকি
ওদের দুলাভাই।
মীরজাফর লটক্লাইব এই
নব্য বনিকেরা
উঠেছে আমাদের ঘাড়ে।
আমাদের মহল্লায়
বিচার ব্যবস্থা হাতের মোয়া চলে
নব্য বনিকরে ইচ্ছায়।
জোরযার মুল্লুক তার।
----------------------
তারিখ,০১/০৬/২০২২,ইং
রোজ:বুধবার,
সময়:১:৪৫ মিঃ,