মৃত্যু তুমি অশান্ত,হঠাৎ প্রলয় ঝড়।
মৃত্যু তুমি সর্বনাশ,ভাঙ্গো সুখের ঘর।
মৃত্যু তুমি বাধাহীন,উশৃঙ্খল।
মৃত্যু তুমি হিংস্র,কর প্রাণ ক্ষয়।
মৃত্যু তুমি আতঙ্ক,এই বুঝি কি হয়।
মৃত্যু তুমি নিষ্ঠুর,প্রাণে লাগে ভয়।
মৃত্যু তুমি এত প্রাণ বদ করেছ যবে।
মৃত্যু তুমি বল? তোমার মৃত্যু সত্যি কবে হবে।
মৃত্যু তুমি তোমার পরিচয় একটু যদি বল।করবো দেখা শেষ বেলা যখোন দুয়ার খোলো।
তারিখ :২১/০৫/২০২০.ইং,
রোজ: বৃহস্পতিবার,
সময়:৭:৩০ মিনিট,