মুমিন,
জাহাঙ্গীর আলম।
বেহেস্তে যাবেন খুরমা খাবেন।
এমন মুমিন কজন পাবেন ।
এই সমাজে সবাই যানে,
হিসাব নিকাস তাই তো বলে।
কোরআন হাদিস পড়েন যারা।
পাক্কা মুমিন মুসলিম তারা
বলেন দেখি বুজুর্গ যারা,
বেহেস্তে যাবেন কারা।
কবিতার,নাম মুমিন,
জাহাঙ্গীর আলম।
২৩/০৫/২০২০ইং,
রোজ শুক্রবার,
সময়: শুক্ররাত-৯,টা,