মূল্য ছাড়া
জাহাঙ্গীর আলম
তারিখ:১৮/০২/২০২৪ ইংরেজি,
রোজ:রবিবার দুপুর ১২টা,
(কবিতা:২৬৫)
---------------------
খোদার দেয়া এই যে  
বাতাস
জন্ম থেকে নিচ্ছো চুশে
ধন সম্পদ সবই ছাড়া
মৃত্যু অব্ধি বেহিসাবে।

আইসি ইউতে আছে যারা
বুঝছে বাতাস কত দামি
হিসাব ছাড়া খরচ করে
ভাবো---
মূল্য তুমি দিবে কারে
এক সেকেন্ড বন্ধ হলে।
সন্মুখে খোদার হিসাব দিবে।

এই যে জলে তৃষ্ণা মিটাও  
একটি ফোটা পারলে বানাও
জলের উৎসো শুকিয়ে গেলে
পাবেনা--
আর পাবেনা
আসমান জমিন এক করিলে
  পাবেনা একটি ফোটা
  বিধাতার হুকুম ছাড়া।