মুখশ্রী.
জাহাঙ্গীর আলম।
============
তোমাকে দেখে এক রত্তি
তাতেই আমি খুন।
অমন মোহময় মধুর মুখশ্রী
তোমার মুগ্ধ অনুষ্ঠানে।
সুপ্ত মন পুড়ে এখন।
ফেরেনা চোখ ধরেছে রোগ,
কামনায় আগুন জ্বলে।

মোহময় মধুর মুখশ্রী অমন,
তোমার ওষ্ঠ করে রাত্রি যাপন।
অঙ্গ হাতে বীজ বপন।
ওলোট পালোট করলো চাষে
সেচ দেবে জল তেষ্টা যখন।
ফললে ফসল দুচোখ সফল।

কবিতার,নামঃ
মুখশ্রী,
জাহাঙ্গীর আলম।
২৪/০৫/২০২০ইং,
রোজ: রবিবার,
সময়: দুপুর -২টা,
---------------