এটা ঠিক তুমি বেঁচে থাকবে
মৃত্যু নেই,শেষ সম্মুখে তোমার
ছিলে বহুকাল সিমাহীন অন্ধকারে
চরম বিভ্রান্ত.মিথ্যের দন্দে ঝড়িয়ে,
জেগে থাকতইে হবে অনবরত।
অস্তমিত পৃথিবীর শেষ অবদ্ধি।
কেন? বিব্রত তুমি দন্ত সংঙাতে,
তাই বলে কি মুখ বন্ধ রাখবে,
তাহলে উল্টে যাবে নিয়ম নিতি।
ঘুমিও না,মিথ্যের চরম আঘাতে
ব্যথায় দূ চোঁখ বন্ধ করে।
জাগতেই হবে মানব কল্যাণে,
অবিচার রুখতে,অবিশ্বাস ভাংতে
সুনিশ্চিত ধ্ব্ংস এড়াতে।
বেচে থাকতেই হবে,
মৃত্যু নেই,সম্মুখে তোমার।
তারিখ ; ০১/০৪/২০১৯ইং