নয় অসম্মান সংকীর্ণতা
মৃত্যু ভীতি ---
নয় আত্তহত্যা,মরন করোনায়,
মায়ের শন্তান বেঁচে যাক,
কঠিন এ যাএায।

জয় হোক মানবতার
চরম দুর্দিনে,
সোচ্চার হোক বিবেক
মানব কল্যাণে ।

ভালোবাসা বাঁচুক চির
জাগ্রত পরম শ্রদ্ধায়।
চাহিনা দেখিতে মৃত্যু মিছিল
এই ব্যস্ত শহরে--
কোলাহল.মুখরিত চাঞ্চল্য
গলিতে।

রেখেছি নিজেকে বিছিন্ন
সুনশান একলা দূরত্বে।
নিরাপদ ভাবি সবে,
বদ্ধ ঘরে,
সজাগ জানালায়।

কৈফিয়ত চাহেনা মৃত্যু -
জন্ম-জন্মান্তর।
খোদার কাছে সবিনয়
ক্ষমা,মরন করোনায়।

তারিখ, ০২/০৪/২০২০,
রোজ বৃহস্পতি বার
সময়: বিকেল ৫,টা ৩০মিনিট,
------ --------- -------------