মন গড়া,
জাহাঙ্গীর আলম।
===========
কে'ও'গো' তুমি,
আমার নামের ঐ পাশে
বসিয়েছ দৃষ্টি।
কেন এমন,
আমার নামের পরে হয়,
এই পাশে হঠাৎ বৃষ্টি।
দেখ ঐ---
ফসলের মাঠে পড়ে ফোটা ফোটা,
উঁচুনিচু পথে পথে জল ভরা।
মনে পড়ে সেদিনের বেলা শেষে,
চারিধার ডুবে গেল আঁধারে।
নেমে আসে নির্জন নীরবতা।
এমন করে পথ খুঁজো আঁধারে,
এমন করে,ভয় কর জয় কে,
নামে নামে তথাগত নাম করা,
শেষে দেখ সব কিছু মনগড়া।
মনগড়া,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:১১.টা,
১০/০৭/২০২০.ইং,
==========