মনের মানুষ মিলেনা,
জাহাঙ্গীর আলম।
===========
মন মিলে তো মনের মানুষ মিলেনা।
জগৎ জুড়ে খুঁজে পাইনী তার দেখা।শুনেছি আছে পৌরাণিক বানীতে মহামুল্যবান লেখা।

হাজার বছর খু্ঁজে হয়তো পাবেনা।
মন মিলে তো মনের মানুষ মিলেনা।
কে খণ্ডাবে আজ মিথ্যে ছিলোনা। গুরুজনের সেই অমৃত সুধার,
শ্বাশত কথা।

খুঁজেছি আমি লোকালয়ে
কোলাহল মুখর ভিড়ে।
খুঁজেছি আমি ব্যস্ত শহর
নগর থেকে দূরে।
পাইনি খুঁজেছি এমন মানুষ
জনাকীর্ণ আধমরা কুঁড়ে।

খুঁজেছি আমি অগনিত মনে
মানুষের ভেতরে।
খুঁজেছি আমি সত্যের ভেতরে
এপাশ ওপাশ করে।

খুঁজেছি আমি মনের ভেতর
উল্টিয়ে পাল্টিয়ে।এমন মানুষ পাইলে ভাই জানান দিও মোরে।
পাইনী কোথাও এমন মানুষ
মনের ভীতরে।

মনের মানুষ মিলেনা,
জাহাঙ্গীর আলম।
রোজ:রবিবার,
সময়:১২:২০মিনিট,
১৪/০৬/২০২০ইং,
===========