মন ভালো নেই
জাহাঙ্গীর আলম
_________________
শুকনো পাতার মত প্রাণহীন
যেন নির্বাক,
অশান্ত অস্তির,
এই খররৌদ্রময় দিনে
মনটা ভালো নেই।
মনটা ভালো নেই যেন
পুরোপুরি অসুস্থ অস্তির।
উত্তপ্ত বালুময়।
তপ্তরোদে বয়ে চলেছে
সিমাহীন বিস্তির্ন পথ
আমাকে একলা ফেলে।
ছুটে যায় দিকবিদিক
সময় অসময়
চলে যায় কাঁঠাল চাপার
হিম ঘন ছায়ায়।
শুয়েরয় প্রশান্তির আসায়
নিছক মিথ্যে নয়।
অত্যন্ত গোপনে দিয়েছে
আরামের প্রলেপ
এন্টার্কটিকার বরফ জলে।
প্রশমিত হোক চাই?
অস্থিরতার মলম লাগিয়েছি চেপে,
তবুুও কি শান্তি পেয়েছে?
অসুস্থ মনে।
তাই বলেছি মনটা ভালো নেই।
রোজ শুক্রবার,
০২/৯/২০২২ ইং,
সময়; ৬:১৩ মি: