মিথ্যে থেকে সাবধান,
জাহাঙ্গীর আলম।
============
একটি মিথ্যে---
জলন্ত দেশলাইকাঠির চেয়ে
অত্যধিক ভয়াবহ।
ডেকে আনতে পারে
কল্পনাতীত বিপর্যয়।
পুড়িয়ে দিতে পারে সব
নিয়ে যেতে পারে
খাদের কিনারে।
মিশিয়ে দিতে পারে ধুলোয়
মান সম্মান ইজ্জৎ
শুধু একটি মিথ্যে।
যত'ই থাকুক আকাশ সম বিশ্বাস। ফুটন্ত ফুলের মত দূর্দান্ত উজ্জ্বল
হঠাৎ তা মিশে যেতে পারে ধুলোয়
একটি মিথ্যায়,
ছড়াতে পারে দুর্গন্ধ সীমাহীন
অবিশ্বাসে।
উঠে দাঁড়াতে পারবেনা আর
যতই দাও আশ্বাস।
ফিরে পাবেনা কোনদিন
আগের অবস্থান।
তাই মিথ্যে থেকে সাবধান।
মিথ্যে থেকে সাবধান,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার,
সময়:রাত ৯টা,
০৬/০৮/২০২০ইং,
==========