=============
মৃত্যু তুমি--
কখন আসবে বলনা একটু?
তুমি তো আশ্চর্য এক প্রাণহীন
অদৃশ্য পাখি।
জানোই তো?
হৃৎপিণ্ডে আমার ফুল আর ফসলের নিখুঁত পরিছন্ন আবাদ
উবড়ে ফেলেছি আগাছা
অনাকাঙ্ক্ষিত সব।
মৃত্যু তুমি---
কখন আসবে বলনা একটু?
গুছিয়ে রেখেদেব আমি নিশ্চিন্তে
কাঙ্ক্ষিত ফুল ফসলের হিসাব।
সঞ্চিত আমার যা অধিক প্রত্যাশিত,
প্রস্তুত রেখেদেব আমি--
স্বচ্ছ নিখুঁত।
পরিপূন্য ফসলের দস্তাবেজ।
মৃত্যু তুমি--
কখন আসবে বলনা একটু?
সম্মুখে রেখেদেব আমি অনবরত।
ফুল ফসলের বিশ্বস্ত খতিয়ান।
মৃত্যু তুমি কখন আসবে বলনা একটু?
গুছিয়ে রেখেদেব আমি---
কাঙ্ক্ষিত ফুল ফসলের হিসাব।
যে ভুল সত্যের পথে বিচ্ছিন্ন
হোক কিঞ্চিত কিংবা অনাকাঙ্ক্ষিত।
যে মিথ্যে অতি ক্ষুদ্র
হোক নগন্য বালুকণা
তার কম্পনে ধ্বসে যায়,
সঞ্চিত পাহাড় ইস্পাত পুন্য তা।
মৃত্যু তুমি--
কখন আসবে বলনা একটু?
তুমি তো আশ্চর্য এক প্রাণহীন
অদৃশ্য পাখি।
মৃত্যু তুমি-কখন আসবে
জাহাঙ্গীর আলাম
------------------------
তারিখ, ২১/০৫/২০২২ ইং
রোজ শুক্রবার
সময়,রাত, ১১-৩০ মিনিট,