"মরনের তরে"
"জাহাঙ্গীর আলম"
মরনে আমি করি নাতো ভয়
হাসি মুখে নিবো বিদায়,
নেই কোন পরাজয়।
মৃ্ত্যু আমার অবধারিত
মৃ্ত্যুই নিঃশেষ।
এভাবে মরিতে পারিযেন
কেউ ফেলো নাকো নিঃশাষ।
মৃত্যুর কোলে শায়িত আমি
তোমাদের যাব ছেড়ে।
তোমাদের কাছ থেকে বিধাতা
আমাকে নিতেছে কেড়ে।
এই বাংলার আকাশ বাতাশ
সবুজ সুনিবিড় লতা।
ক্ষমা করো হে বিধাতা
অমার্জনীয় সব কথা।