"মনুষ্যত্ব"
"জাহাঙ্গীর আলম"
আমাদের সমাজে কেউ কেউ
শিক্ষায় দিক্ষায় জ্ঞানে ও গূনে
নিজেকে অতূলোনি ও পরিপাটি
বেশবাস মনে কেরেন।
আসলে লিখতে ও পরতে পারলেই
শিক্ষিত হওয়া জায়না ?
কারন যে শিক্ষা মানুষের
বাস্তব জীবনে কোন
প্রতি ফলন ঘটায় না
সে শিক্ষা আজীবনের জন্যই ব্যার্থ
যে শিক্ষা তোমার
পান্ডিত্য আনায়ন করে
আর তা এই হল মনুষ্যত্ব