বুদ্ধিতে কত পাকা,
কবিতায় বোঝা যায়,
মানবতা কত আছে,
অভিনয় দেখা যায়।
উদারতার উর্ধে,
লাগে মন বড় গুন।
কজন আছে এ সমাজে
হাতে হাতে গোনা যায়।
বেশি বোঝে পন্ডিত
জ্ঞানীদের ভাবনায়,
উদারতা মানবতা
মানুষ-ই বদলায়।
তারিখ:১৭/০৫/২০২০ইং,
রোজ:শুনিবার,
সময়:রাত,৯টা,