মানুষ থাকিনা,
জাহাঙ্গীর আলম।
=========
হে সুন্দরী ঊর্বসী,
বিচিত্র তুমি এমন'ই একজন,
তোমাকে দেখলে,
কখনো কখনো আমরা,
আর মানুষ থাকিনা
জোঁক হয়ে যাই।
দিন কিংবা রাত নয়,
নয় কোন নির্দিষ্ট সময়।
তোমার আব্রুর ভেতরে ডুকে,
মিশে যাই কামরাঙার ভাজে।
তারপর টিকটিকির সাদা রক্ত
চুশে চুশে নেই,
স্যাতঁ স্যাতেঁ পিছলে কাদায়।
আদিম জন্তুুর মত,
একে বারে শুকিয়ে শেষ হলেই
আবার মানুষ হয়ে যাই।
ফের জোঁক থেকে।
আবার কখনো কখনো তোমাকে।রাঙা রোদে পুকুরের মত মনে হয়।
সোনালী ভোরের মাছরাঙ্গা
হয়ে ডুব দেই,নীলাজ জলে।
অমোঘ পৃথিবীর এমন সকাল এলে ফের মানুষ হয়ে যাই।
মানুষ থাকিনা,
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:রাত,১১,টা,
১২/০৭/২০২০ইং,
=========