জন্মেছে যিশু,হয়ে শিশু,
সন্তান সব মার -
মানবের ঘরে,মানুষ-ই হবে-
পাঠিয়েছে ঈশ্বর।
ঐ যে মজুর,মিনতি,কুলি,
জন্মে ছিলোনা কারো পাপ,
জীবন বাঁচাতে,নিচু পেশাতে,
কপালে ছিলো এই সব।
কালো জুতায়,সাদা সুতোয়,
ভুল যদি হয়,একটু ছুতোয়,
অপমানে চুনকালি,
মানুষ থেকে কি জুতাই দামি ?
ভিক্ষুকের কাছে জীবন আগে-
ভিক্ষায় যানে পাপ,
মুচির দু হাত বজ্র কঠিন,
সবে উর্ধে নিষ্পাপ।