দেশে দেশে কেন সীমান্ত সিল,
কি হল এমন,
যুদ্ধ নেই তবু মৃত্যুর মিছিল।

তাবত পৃথিবী করে হুঙ্কারে শাসন,
ফেলনা তাদের অস্র এখন।
মহাশক্তিতে করে মহাকাশ জয়,
এলোমেলো হিসাব,ভবিষ্যৎ ও
নিশ্চয়।

অবাক পৃথিবী বিমশ্ব নির্বাক,
কোন অদৃশ্য দানব,কখন আসে কার দরজায়।
আচমঙ্কা জানায় মৃত্যুর নিমন্ত্রণ।

বাঁচি কিংবা মরি জানিনা
অনিশ্চিত,
মানবতার কাছে মরে যাব আমরা মানুষ,জয়ী সত্যি সুনিশ্চিত।
সুন্দরবন হতে,ঐ বঙ্গোপ সাগর হয়ে গঙ্গায়,
মহাদূর্যোগ,শতবর্ষে মহামারি,
ডুবিয়ে মারিব,চিরতরে
পদ্মা আর মেঘনায়

প্রকৃতিতে আজ খুশির জোয়ার, সস্তিতে হিল্লোল।
পাখিদের অবাধ উদ্দামে চলা,মানুষ বন্দি সুদাতেই হবে মনুষ্যত্বের ভুল।

   তারিখ ১৮/০৪/২০২০ইং,
   রোজ:শনিবার,
   সময়:রাত    ৯:৫০,মিনিট      
  ---------------------------