মানুষ আনিবে,শান্তি কল্যান চির মহত্ত্ববোদে,
স্রষ্টার সৃষ্টিতে,অধিক জ্ঞানে,
অন্তরে শ্রদ্ধা হৃদয় খোদার,
উচি নিচু কেউ নয়,সৃষ্টি যে তার।
জাতপাত ভেদাভেদ কেন কর ভাগ,
সুর্য ডুবিলে একই তো রাত।
আঘাত পাইলে চোঁখে আসে জল,
সকল মানুষের রক্ত যে লাল।
তারিখ ২৯/০৬/২০১৮ইং