মা
জাহাঙ্গীর আলম
তারিখ,০৪/০৯/২০২৪,ইং
রোজ:বুধবার,
সময়,১২:টা(কবিতা-২৭৯)
---------------------
  মা-
তোমাকে আগে কখনো
এতটা বিমর্ষ দেখা
যায় নি।

অসম্ভব অস্থিরতায়
তোমার শরীর কাপছে
দেখি - মা।

প্রবল ঝড়ে উত্তাল সমুদ্রে
দিশা হারা
নাবিকের মত দুলছে
ছটফট করে ঝরছে
গভীর চোখের জল।

মমতায় ভরা ব্যথিত মুখে
একেবারে সরছেনা কথা,
অতি উৎকণ্ঠায়
মৌসুমি বায়ুর মত
পেরেশান
আগে তো দেখিনি এমন
বুক ভরা
এতটা হাহাকার -মা

অসহায় দু হাত বাড়িয়ে
রয়েছ জীর্ণ কুটিরে একা
কার জন্য এতটা
উদগ্রীব
স্নহের পরশ নিয়ে
পথ চেয়ে আছ
ভর দুপরে।
স্বপ্নে আমার বুকের
ধন
হারিয়ে গেছ খোকা  
জেগে দেখি সব অবসান
পেলাম তোর দেখা।