--লোভ,
জাহাঙ্গীর আলম।
০৭/০৬/২০২০ইং,
============
লোভ কে চাপা দাও
উঠায়ে পাহাড়।
জ্বালায়ে মার দানব টারে,
কবর দিও আকাশ ছিড়ে।

ধ্বংস করে লোভ বিবেক বুদ্ধি।
পাপাচারে মরে হয়না সুদ্ধি।
হিংসের কাছে আপোস করে,
লোভের কাছে দুনিয়া মরে।

লোভের কাছে হেরে যায় মানুষ।
       হেরে যায় মনুষ্যত্ব।
অতি লোভে যুক্তি তর্কে
হেরে যায় ভাল মন্দ।

উপরে খুঁজি নিচে খুঁজি,
রাস্তায় খুঁজে মত্ত।
বিদ্যা বুদ্ধি সব হেরে যায়
লোভের কাছেই সত্য।

মিথ্যের কাছে সত্য হারে,
সত্যের কাছে মিথ্যা --
লোভের কাছে সবই বেকার
হারায় গুরুর দীক্ষা।
লোভ থেকে তাই দূরে থাক
ফুলের মত জীবন গড়।

কবিতা:লোভ,
জাহাঙ্গীর আলম।
রোজ:রবিবার,
সময়:১০:৩০,মিনিট,
০৭/০৬/২০২০ইং,
============