"কূূয়াশা সরিয়ে"
"জাহাঙ্গীর আলম,
শীতের সকালে
যে রোদ উকি দেয়
তোমার ভাঙা জানালায়।
তখনো আমার এপারে
আচ্ছন্ন কুয়াশায়।
যদি তোমার কোমল
পাহাড়ের গায়ে নিশ্চিন্তে
কুয়াশা সরিয়ে
উঠা যায়।
তবেই ভাঙে,
ঝর্নার কামুক লজ্জা,
ভেজা দেহে নরম রোদে
দু ফোটা জলে
নিস্তব্ধতা ভাঙে
তোমার উদোম শরীরে।
২৭/১২/১৭