কত দিন হলো,
জাহাঙ্গীর আলম।
============
কত দিন হলো দেখিনা,
আমার শান্তি পুরের গ্রাম,
যেন ভুলে গেছি তার,
মুখ খানী ওগো,
ভুলে গেছি তার নাম।
শুকনো ক্ষেতে লাঙ্গলের চাষ
গামছা মাথায় চাষী।
আঁলে বসে খাইতো খাবার
দেখেছি কিষাণ বধুর হাসি।
সকাল দুপুর ডাকতো পাখি
শান্তি পুরের গাঁয়।
মন মাতানো খয়েরী শালিক।
বসতো নিঝুম ছায়।
শ্রাবনে এলে অথৈ জলে
ডুবতো চারিধার।মনে হতো বুঝি
এই,কিয়ামতের সাঁকো পার হয়ে যাই,খুলে স্বর্গের ধার।
নৃত্য করিতো সোনালী হাঁস
নতুন বৃষ্টি জলে।
আমার গাঁয়ে শান্তি নামে
মাঠে মাঠে হাওয়া বয়ে।
কত দিন হলো,
জাহাঙ্গীর আলম।
রোজ:মঙ্গলবার
সময়:রাত:১০:৩০মিনিট,
২৩/০৬/২০২০ইং,
=============