কোথা হতে এলে তুমি
জাহাঈীর আলম
তারিখ,২১/০১/২০২৫,ইং
রোজ:মঙ্গলবার,
সময়,১১টা(কবিতা-২৯২)
--------------------
কোথা হতে এলে তুমি
জানি কত দূর,
ফুঁড়ে করে আসমান
উঠায়ে খোদার মাসতুল।
কার ডাকে সাড়া দিলে
সুদূরে 'ই ফিরে গেলে?
পূর্ন করুক খোদা
তোমার মকবুল।
অদৃশ্য ঝড় এলে
পাথিব পৃথিবী ফেলে
উড়ে যাবে প্রজাতি
ছিড়ে পবন ফুল,
দেখা হবে তোমার আমার
নয় দুস্তার ভুল।