কথা বলা,
জাহাঙ্গীর আলম।
==========
এখন যে কারো সাথে
কথা বলতে গেলেই,
অসম্ভব ভয় লাগে।
যদি হেরে যাই।

যে কোন কথা,
যে কারো সাথে বললেই,
আপনাকে এমনভাবে বোঝাবে
মনে হবে যেন সে,
খুবই যুক্তিবাদী,চিন্তাশীল,
দার্শনীক এবং ----
বুদ্বিমান তো বটেই।
তাই কথা বলা ছেড়ে
দিয়েছি একদম,
হেরে যাওয়ার ভয়ে।


কথা বলা,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার
সময়:১১,টা,
১৬/০৭/২০২০.ইং,
=========