কই বসন্ত
জাহাঙ্গীর আলম
১৪/০২/২০২৩/ইং,
(কবিতা নং ২২৩)
-------------------------
খসে পড়া রং ওঠা
কংকীটের পাথরে
ফাগুনের নাম নিয়ে
এলি তুই ব্যস্ত এই নগরে।

বনে বনে কই পাখি?
ফোটে কি ফুল আমদে?
হলুদের মালা্ কেবা পড়ে
কেবা সাজে রং ওঠা
বাশন্তী শাড়ীতে।

ফুল আর ফোটে না গো
যৌবনা নারীতে।

কোকিলের সুর নাহি বাজে
ফাগুন আছে কিবা কাজে
তব কি ধরেছে অসুখ
চোখ বোজা অভ্যাসে।

বনে বনে খায় নাকো
দোল গুজ্ঞন হাওয়াতে
সুনসান নিরবতা
ঝড়ে পড়া পাতাতে।

ভরে উঠুক ফের আবার
প্রয়েসীর আঁচলে
ঋতুরাজ বসন্ত শাজুক প্রকৃতি আবেশে।

কই বসন্ত।
জাহাঙ্গীর আলম
১৪/০২/২০২৩/ইং,
সময় ১২/২০ মি: