কবিতা তোমাকে
জাহাঙ্গীর আলম।
============
বড্ড ভালোবাসি সিঁথানে অবুঝ বালিশের মতো।বার বার দেখি পাতা উল্টিয়ে আয়নার মতো।বিশ্বাস কর।চন্দন পৈতায় গেথে নক্ষত্র
মালার মতো রাখি সম্মুখে আমার।
কিন্তু দুঃখ হয় তোমাকে নিয়ে,
এই মুহুর্তে ভাববার ফুসরোত হয়তো আমার নেই।এই অল্প পরিসরে।
কর্মের ভেতরে অসম্ভব ব্যস্ত ঝড়ো হাওয়ার মতো।খণ্ড খণ্ড অসহায় মেঘের ন্যায় ঘুর পাক খেতে খেতে শিমুল তুলোর মতো।
কখন কোথায় ছুটে যাই কে যানে।
শুধু জীবন বাঁচাতে এত কিছু।
তোমাকে নিয়ে ভাববার ফুসরোত সত্যি আমার নেই।তোমাকে নিয়ে ভাবতে গেলে যেতে হয়।
মনোজগৎ এর গভীরে।
আমার দারস্ত হতে হয় বর্ণ মালার কাছে।নিতে হয় পাঠ শব্দ চয়নে ভোরের শিশিরের কাছে।
ছন্দ তুলে আনতে হাত বাড়াতে হয় প্রকৃতি কাছে। নীলাকাশ রংধনু সমুদ্রজলের কাছে। সঁপে দিতে হয় পুষ্পশোভা ফুলের সৌরভের কাছে সেই সময় আমার কোথায় বল
কবিতা।
কবিতা তোমাকে,
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:৮:৩০মিনিট,
২২/০৬/২০২০ইং,
===========