"কিসের আশায়"
"জাহাঙ্গীর আলম"
ফুল আমি ফুটি বনে
অন্যের কাছে,
রাখে মধু মৌমাছি,
কার সুখের আসে।
নদীরে তুই কার লাগি,
দেও বুকের জল।
মেঘ বলে একটুরে ভাই,
বৃষ্টি হয়ে চল।
সুর্য বলে অমন কিরে
পরছে আমার দায়,
আলো দিবো চন্দ্রটারে
সারা দুনিয়ায়।
দিনে আমি আলো দিলাম,
আধার দিলাম রাতে।
বাচিবার আসে মোরা
আছি সবার পাছে।