আকাশ তুলেছে খুশিতে পাল, দিয়েছে জোয়ার মেঘ উত্তাল।
মেঘ জানেনা কোথায় যাবে। রংধনুদের বিয়ে হবে।

দেয়ার নোলক পড়বে দুল,
খোপায় ঢেউয়ের পবন ফুল।
অকুল হাওয়ার ঘোমটা খুলে।
দেখবে সিখার বিজলী জ্বেলে,

অঙ্গে আলতা সাত রংয়ে,
শিল এর নাড়ু বৃষ্টি মুখে।
বউ আসবে মেঘের কোলে।
ভিড়বে কোথায় মেঘের
তরী,আকাশ খুশির অন্তপুরে।

তারিখ:২৫/০৪/২০২০ইং, রোজ:শনিবার,
সময়:রাত ৩:৫৫,মিনিট
---------------------------