ক্ষুধিতেরে নাহি ভুলো
জাহাঙ্গীর আলম
২২/০৭/২০২৩ইং
(কবিতা নং ২৪১)
-----------------------
কতদিন জ্বলেনি চুলায় আগুন
হাড়িতে চড়েনি একরত্তি জল।
অভাবের তাড়নায়
দূর্ভিক্ষে তুফান।
বেঁচে দেয় মা--
নবাগত এক দুঃখী সন্তান।
কে দেবে ভাত দুঃখীনীর পাতে।
শুকনো মুখে যায় ঝিয়ের কাজে,
ক্ষুধার যন্ত্রণা মিটায় মহাজন
শাপলা শালুক খুলে বসন।
মানবের মানবতা --
বন্দী এখন পাখির খাঁচায়।
চোখ দুটো শেষ পাথর কানা।
বন্ধ মুখে কথাও মানা।
ফকির ধনি কে বানালো
কার ইচ্ছায় মানুষ ভবে এল।
জন্ম যদি পাপই হল।
খোল ভগবান দু চোখ খোল।
লাঞ্ছিত অসহায়।
ক্ষুধিতেরে নাহি ভুলো?