ধুলোমাঁখা পায়ে যেতে যেতে
দেখিলাম সেদিন
ক্লান্ত পরিশ্রান্ত দুই চোঁখে।

পথের পাশে এলোমেলো
বকুল গাছের তলে।
কুঁড়ায়ে নিলো ঝরা বকুল
ক্ষুধার্ত এক ছেলে।

দেখিলাম সেদিন
আমার নয়ন ভরে।
কত ক্লান্ত পরিশ্রান্ত
রুগ্ণ ক্ষুধায় ছিলো
অসহায় দুই চোঁখে।

দূর থেকে আসতে আমি কাছে
লজ্জায় সে ঢাকে মুঁখ
ছাঁয়ার আড়াল পাশে।

বললাম আমি কিসের
এত সংশয়?
ফুল বেঁচে ভাত শুধু,
পেটে দেবে তো নয়?
মানুষ হবে বিবেক দেবে
করবে মনুষ্যত্বের জয়।

ধুলোমাঁখা পায়ে যেতে যেতে
দেখলাম সেদিন
ক্লান্ত পরিশ্রান্ত দুই চোখে।
----------------------
তারিখ,০১/০৭/২০২২,ইং
রোজ:শুক্রবার,
সময়:৭:১৫,মিঃ,