কালক্ষেপণ
জাহাঙ্গীর আলম
তারিখ,১৯/০৩/২০২৫,ইং
রোজ:বুধবার,
সময়,৪:৩০টা(কবিতা-২৯৬)
-------------------------
অপেক্ষার রোষানলে পড়ে
ভীষণ স্থবির সময়ের চোখ  
দূর হতে অপেক্ষা
কেবলই গড়িয়েছে
ভ্রান্ত দুরাশায়।

কালক্ষেপণ করেছে শুধু
এই এই করে
সময়ের চোখ এখন  
দিগুণ ঝাপসা।

কর্নিয়ার ভেতরে
কি
নিদারুণ আগুন
জ্বলে তির্যক পলকে।

অনুভূতির ভেতরে
দাউদাউ করে উথলে ওঠে
আগ্নেয়গিরির জ্যান্ত
অগ্নুৎপাত।
সময়ের চোখ একটু--
উ আ করেনি
অপেক্ষার রহস্যময়ী আচারণে।