আমি অবুঝ নগন্য অতি ক্ষুদ্র
জ্ঞানহীন চরম বিপদগামী,
ক্ষমা কর হে সর্ব শক্তিমান,
ক্ষমা কর অন্তরযামী।

ক্ষমা কর হে বিধাতা
আমি মহাপাপী,
জগৎ,জঘন্য,অপরাধী,
ভুলেছি তোমায় নরকে মজে,
বাস্তব ছাড়িয়া ভ্রান্ত কাজে।

আমি বড় দোষি,করেছি গুনাহ,
পাহাড় সম,
রাখিনি মনে,তোমাকে না চিনে,
আছে যত সব,ধরনী পরে,
নতশির,সবে তোমার চরনে,
দু হাত তুলিয়া,হৃদয় খুলিয়া.
ক্ষমা চাই,তোমার চরন চুমিয়া,

ক্ষমা কর হে বিধাতা,
অধমকে করিও মাপ,
অনুশোচনায়,ক্ষীণ কন্ঠ আমার,
অন্তরে তুমি,নিঃশ্বাসে চির স্হির।