কি দেবো পরিচয়
জাহাঙ্গীর আলম
১৮/০২/২০২৩ইং
(কবিতা নং ২২৭)
--------------------
দু চোখ খুলিয়া জন্মের পরে
দেখেনি দুখিনী মা কে।
প্রাণ প্রিয় জন্মদাতা
হারিয়েছে তার আগে।

স্রষ্টার হাতে গড়ে ওঠে সব
দেহে ভরিয়া দিলে প্রাণ।
মানুষ নামে জন্ম নিলে
মানুষ কি হয় সমান।

স্রষ্টা তোমার দেয়নি দোষ
পাপের দেয়নি বোঝা।  
অঘোম পৃথিবী রুগ্ণ প্রাণে
নিয়তি জন্মে দিয়েছে সাজা।

অসহায় দুরে
ঠেলে দিলে বুঝি
যাতনার বিষ গিলে।
অন্যের হাতে  মুঠিবদ্ধ
প্রাণ গেল অবিচারে।

দুঃখ জ্বলা ব্যথা লয়ে
আছো চির নিদ্রায়
দুঃখীনি মায়ের সন্তানের
কি দেবো পরিচয়।

জাহাঙ্গীর আলম
১৮/০২/২০২৩ইং
(কবিতা নং ২২৭)