কেউ ফেরেনি
জাহাঙ্গীর আলম
৫/১২/২০২৩ইংরেজি,
রোজ:মঙ্গলবার
(কবিতা:২৫৫)
----------------
ধুলো মাখা এই পথে
যারা গেছে
ফেরেনাী তারা আর।
অবাঞ্ছিত প্রেমে
যে প্রেয়সী নিজেকে উন্মাদ করে
ছুটেছিলো উদ্দেশ্যহীন
দিকবিদিক পায়ে
সেও ফেরেনি তার
জল ভরা চোখে।
ভেজা শিশিরে সুর্যের কচি মুখ উকিদেয়ার আগে
যে ফেরিওয়ালা ছুটঁতো
গ্রামের পর গ্রাম
সেও ফিরেনি আর
দুপুর গড়িয়ে
কত যে সন্ধ্যাগেল।
ধুলো মাখা এই পথে
আলতো পায়ে
যে কিশোরী রোজ যেতো
কাক ডাকা প্রভাতে
ঘুঙুর বাজিয়ে ফিরতো
টাটকা দূপুর রোদে।
সেও ফেরেনি আর
তদ্রাছ্ন্ন চোঁখে।
দূর বহু দূরে --
কত যে পথিক গেছে
চেনাহীন দিবারাত্রি।
তারাও ফেরেনি কেউ
ব্যাস্ত পথে ছিলো তারা
নিরুদ্দেশ্যের শেষ যাত্রী।
এই পথ শুধু ফিরেছে একা
চিহ্নহীন জন্মের পূর্বে
ঘটনার লেশ একটুও নেই
স্ব স্ব স্থানে।