কেন তুমি ভিন্নতা খোজ
আমি ও মানুষ রক্তে।
হাত পা নাক আছে,চোখ মুখ
চুল আছে,একই সব দেখতে।
বিচিএ সব কপোত কপোতী,
বিশ্বয়,নক্ষত্র পুঞ্জের মতো।
কেন তুমি ভিন্নতা খোজ।

এক আকশ আলো বাতাস প্রাণ
ভরে নিচ্ছো নিঃশ্বাস।
নিজ ওজন পৃথিবী বহিতে না
পরে,আলো আর বাতাস জল নিজেই মরে,বাঁচাবে কে তোমায়,
তাকে তুমি কি দিচ্ছো।

রাজায় রাজার তলোয়ারে,উঁচুনিচু সকল তরে,ধ্বংশ ছাড়া পৃথিবী
কেউ ভিন্নতা কি দেখছে।
কোন উপাদানে মানুষ জন্ম
এইটুক নাহি বোঝ।
কেন তুমি ভিন্নতা খোজ।

তারিখ:০১/০৫/২০২০ইং, রোজ:শুক্রবার,সময়:
রাত,৯:৫৫,মিনিট.