কেমন করে ভুলি,
        জাহাঙ্গীর আলম
============
কেমন করে ভুলি,
উৎসর্গ করেছি আমি,
আমার ক্ষুদ্র প্রাণ।
নিষ্পাপ নিষ্পেষিত
মানুষ গুলোর জন্য।
থাকে যেন তারা দুধে ভাতে।
তাতেই আমি ধন্য।

দোজখের আগুনে জ্বালিয়ে
দিয়েছি ভবিষ্যৎ।নির্দিধায়,
বোদহীন জড়পদার্থের ন্যায়
এখন আমি কাঠ কয়লা।
কামারের চুলায় জ্বলে জ্বলে
দিব্যি নিঃস্বেষ,
অবশিষ্ট নেই,হাওয়ার মিলে ছাই।

অনিচ্ছা সও্বে ও
ইচ্ছের গলায় চালিয়েছি ছুরি,
মূল শেকড় থেকে।
উবড়ে ফেলেছি আকাঙ্খা,
শেকল পড়িয়ে ডুবিয়ে দিয়েছি,
চিরতরে।
প্রসান্ত মহাসাগরের অথৈ জলে,
স্বপ্ন আমার।
তবুও ভালো থাকুক ওরা,

উৎসর্গ করেছি আমি,
আমার ক্ষুদ্র প্রাণ।
নিষ্পাপ নিষ্পেষিত
মানুষ গুলোর জন্য,
থাকে যেন তারা দুধে ভাতে
তাতেই আমি ধন্য।