কেঁদে বেড়ায়
জাহাঙ্গীর আলাম
বিকেলের শেষ রোদ উত্তল ঢেউ ভেঙে পড়েছিল ছেড়াপালে ধানশিডি জলে।
রুপশী বাংলা খয়েরী শালিক সঙচিল কেঁদে বেড়ায় জীবান্ত আকাশে সবুজে পথ প্রান্তে।
তুমিকি দেখতে পাচ্ছ, সুনেছো কবিদের কবি।
এইতো কয়দিন আগে তোমার বনলতা সেন বিধুবা হল।
কাজল আর আচঁল মুছেনাএখন অশ্রু জল।
দুহাতে তার শঙচুডি ও ভেঙ্গে গেছে।
তোমার দেয়া শিথির শিধুর তাও
ঝরে গেল সু্র্য়েদয়ের কালে।
রুপশী আচঁল জল ছবির প্রন্তে তুমি নেই । তুমি এসো কবিতায় রুপশী বাংলায়
হাজার বসর পরে কোন এক সূর্যদয়ের কালে।