কালকে তোমার,
জাহাঙ্গীর আলম।
============
একটি ডালের ছায়ায় পাশে
একটু দুরে পাতার নিচে
বড্ড বেশী লাজুক ছিল
ঝুলছে বেজায় ফুল।
কানায় কানায় উঠছে ভরে
তোমার বুকের কুল।
কালকে তোমার ছিড়ছি পাতা
আজ ভেঙেছি ডাল।
দুষ্ট হাওয়া করছে জুলুম
তুমুল বেগে কাল।
কালকে তোমার,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার
সময়:বিকাল,৩:২০মিনিট,
২৩/০৭/২০২০ইং,
===========