কেঁদেছিলে কেন
জাহাঙ্গীর আলম
করুন চোখে পাপড়ি মেলে
তীব্র আগুন অঙ্গে জ্বেলে।
কেঁদেছিলে কেন--
গোলাপ সেদিন
আদর হাওয়ায় রোদ্দুরে তে।
করুন চোখে পাপড়ি মেলে
কেঁদেছিলে কেন--
গোলাপ সেদিন
কোন হতাসায় নিঃসঙ্গতায়
কাঁদলে বুঝি অভিমানে।
সহস্র বছর দিয়েছো চুমো
প্রজাতির নরম গালে।
পুড়েছে গোলাপ অত্যাচারে
প্রজাপতির আলিঙ্গনে।
করুন চোখে পাপড়ি মেলে
তীব্র আগুন অঙ্গে জ্বেলে।
কেঁদেছিলে কেন--
গোলাপ সেদিন
আদর হাওয়ায় রোদ্দুরে তে।