জাহাঙ্গীর আলম
তারিখ,২৫/০৮/২০২৪,ইং
রোজ:রবিবার,
দুপুর,২:টা(কবিতা-২৭৫)
-----------------
কবিতা আর কি লিখবো বলো?
যখন কবিতা নির্বাক নিরন্ন
শব্দহীন নিরুপায়।
যখন ইচ্ছের বিরুদ্ধে কলম
প্রবল অধীকারে
কলঙ্কিত হয়।
তখন কবিতা আর কি
লিখবো বলো?
বীরত্বে বলিয়ান
ভবিষ্যৎ কালির
মুল্যবান পাতাগুলো
নিমেষে ঝরে যায়।
যখন কলম বিদ্রোহের আগুন জ্বালে
তখন'ই প্রলয় খুনে
রক্তের স্রতে স্তম্ভিত
হয়ে যায়
তখন কবিতা আর কি লিখবো বলো?
যখন তন্দ্রাহীন শান্ত পাখিরা
আচমকা ঘুমিয়ে যায়
কুচক্রীর
অশান্ত ঘুর্নি ঝড়ে।
তখন অলিখিত কেয়ামত সর্বোচ্চ
প্রাণের স্বদেশভূমে
তখন কবিতা আর কি লিখবো বলো?
যে তীর বিধেঁছে
অস্তিত্বের বুকে
জটিল সংঘাতে
নিদারুন কান্নায়
ক্ষুব্ধ জননী এখন।
লজ্জিত অপমানিত
অশান্ত অস্থিরতায়
উদ্বিগ্ন অরক্ষিত স্বাধীনতায়।
তখন কবিতা আর কি লিখবো বলো?