কপালে দু হাত তুলি,
চোখ বুজে সব ভুলি
মুখের খাবার অন্ন আহার
সব করেছে নষ্ট।
ভুলে যাই সব করে দিয়ে
মাফ অন্তরে সব কষ্ট।

পাকা ধানে দেয় মই,
করে অন্যের সর্বনাশ।
তরাই পশু বড় অমানুষ,
কেড়ে খায় অন্যের
মুখের গ্রাস।

টাউট বাটপার করেছে
বিস্তার সমাজ এখন বন্দি,
রাজনীতির রাজা
দিতে পারেনা সাজা,
উল্টো করেছে সন্ধি।

তারিখ :১১/০৫/২০২০ইং,
রোজ:সোমবার,
সময়:বিকাল ৫:২০.মিনিট,
----------------------------