শত প্রচেষ্টায় এখনো খোলেনি জট, ভবিষ্যৎ এ যে খুলবে
তার দেখছিনা কোন পথ।
যেখানে দিয়েছি হাত
কেমন যেন লেগেছে
ভীষণ উদ্ভট।

কবি সাহিত্যিক আছে দন্ধে,
দার্শনিক চিন্তায়!
রহস্য ঘেরা বৈচিত্র্যের জট
খুলবে নিশ্চয়।

এখনো আসেনি গবেষণায় কোন ফল
অঘোম পৃথিবীর রহস্য ঘিরে
আছে
অন্ধ কুপের জল।

শুধু তুমিই যান কতদূর গেছে
বিস্তৃত সুড়ঙ্গ পথ।
সকল দস্তাবেজ ঘেটে ঘেটে
আমি সত্যি অবাক!
রহস্যের পেছনে ঘুরে ঘুরে আমি
অন্ধ নির্বাক।
শত প্রচেষ্টায় এখনো খোলেনি জট।
-------------------
তারিখ,০৮/০৬/২০২২,ইং
রোজ: বৃহস্পতিবার,
সময়:০৬:১০মিঃ,