শুকনো পাতার কান্না শুনেছি
দেখেছি অবাক বিধস্ত বসন্ত ঝড়ে।
ঝরা পাতার ব্যথিত ভাষা
বৃক্ষরা বোঝেনি
বোঝেনি মানুষ ব্যথাভরা তার
করুণ আর্তনাদ
বোঝেনি বিবস্ত্র ঝড়ো হাওয়া
প্রেমিকের মত।
বিষন্ন বাতাস সেও করছে হতাশ
করেনি করুনা তার এমন
বেদনার দিনে।
সময়ের কাছে অসহায় নিয়মের
এমন বিস্তৃত পথ,শুধু মৃত্যুর
কাছে নিয়ে যায়
করুন বাক্যগুলি।
তারিখ :৬/৫/২০১৯ইং