জন্মেছি এই দেশে
"জাহাঙ্গীর আলম"
ক - থেকে কলম ধরি
করি জ্ঞান দান,
ম - হল মাতৃভাষা
করি মূল্যায়ন।
জন্মে শিশু বাচতে হলে
দুগ্ধ করে পান।
বলতে শিখে মায়ের মুখে
নিজ মধুর নাম।
এই দেশেতে এ ভাষারে
রাখিও চক্ষুতে,
যেমন রাখে মা শিশুকে
নিজ জীবন দিয়ে।
ব - হলো বঙে আমি
জন্মেছি এই দেশে,
মরতে হলে এখন রাজি
তোমায় ভালোবেসে।