"জলের বৃষ্টিতে"
"জাহাঙ্গীর আলম"
ফুল ফসলে মাঠ ঘাট সবুজে
আমার দু চোখে,
শিশির বিন্দু,
ফোটা ফোটা জলে।
নীড়ে পাখিরা গিয়েছে ফিরে,
নদী ও নারী,যৌবনের কাছে,
আমি জলের বৃষ্টিতে ভিজে।
ধুইয়ে খয়ে খয়ে একাকার।
দুঃখ পুড়ে ছাই,
নিশ্বাসের দহনে কষ্ট,
অস্তিত্ব হারায়,
বেদনার অনুভূতি,
অবুঝ যৌবন।
চৈতের খরতাপে শুকিয়ে
ঝড়ে পড়ে পাতা,
ফুলের গন্ধ,
মরমরে লতা,
মাটিরা যানে জলের বৃষ্টিতে।