"যদি একদিন"
    
            "জাহাঙ্গীর আলম"    

যদি একদিন
ফুলেরা আত্নহত্যা করে                      
তবে হংস মিথুন উড়বেনা,
পলাশ শিমুলের ডালে।

যদি একদিন রাত নিজে - ই
ঘুমিয়ে পড়ে অন্ধকারে,  
কে জাগাবে বলো তারে।

যদি একদিন
সুনীল আকাশ  
হারিয়ে যায় নীল গগনে,  
সূর্যের কান্না
থামবে কি বাতাসে।

যদি একদিন সকালের অসুখ হয়,
বিকাল গড়াবে বিছানায় পড়ে।

যা হারাবে একদিন,
ফিরবেনা বয়সের ভারে ।                          

১৮/১২/২০১৭/ রাত ১২টা  ২৮ মিঃ।